Recent Posts

Momo Challenge, ভুলেও খেলবেন এই মরণ গেম - PVSM Media

Saturday, August 18, 2018

Momo Whatsapp Challenge in Bengali


আজ থেকে কিছু মাস আগে পুরো পৃথিবীতে একটি গেম অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়েছিল যার কারণে পুরো পৃথিবীজুড়ে অনেক বাচ্চার মৃত্যু হয়েছে । আপনাদের হয়তো গেমটির কথা এখনো মনে আছে Blue Whale Game এর কথা । ঠিক তেমনই আবার একটি গেম ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে যা এটি Blue Whale গেম এর থেকেও বিপদজনক হতে পারে আপনার বাচ্চার জন্য । আজকের এই ভিডিও তে আমরা জানব এই মোমো  চ্যালেঞ্জ নিয়ে যতটা তথ্য আমাদের সামনে এসেছে তা আপনাদের জানাবো

Momo Whatsapp Challenge in Bengali

Blue Whale চ্যালেঞ্জ এর কথা আপনাদের হয়তো সবারই মনে আছে। এই গেমে কিছু চ্যালেঞ্জ দেওয়া হতো যে চ্যালেঞ্জগুলো কে কমপ্লিট করতে হতো এবং সবশেষে সুইসাইড করার জন্য বলা হত। ঠিক এইরকমই চ্যালেঞ্জ নিয়ে আরেকটি গেম যার নাম মোমো হোয়াটস্যাপ চ্যালেঞ্জ পুরো পৃথিবী জুড়ে শুরু হয়ে গেছে। Blue Whale চ্যালেঞ্জ গেম টি যদি আপনি খেলতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাকে একটি বিশেষ ইনভিটেশন লিংকের প্রয়োজন ছিল । আপনি কোন রকম play store বা অন্য কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই গেমটি খেলতে পারতেন না। কিন্ত মোমো হোয়াটস্যাপ চ্যালেঞ্জ টি ভাইরাল হওয়া শুরু হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপ আমরা প্রত্যেকে ইউজ করি। 

Whatsapp এর মাধ্যমে একটি নাম্বার ভাইরাল হচ্ছে যার নাম মোমো রাখা হয়েছে। নাম্বারটি যদি আপনি সেভ করেন তাহলে প্রোফাইল পিকচারে আপনি একটি এই ধরনের ফটো দেখতে পারবে ন। দেখে মনে হবে এটি একটি মেয়ের ফটো কিন্তু আসলে এটি একটি স্ট্যাচুর ছবি যা জাপানের মিউজিয়ামে রাখা আছে এবং এটি বানিয়েছেন জাপানের শিল্পী Miduri Hayasi . মনে করা হচ্ছে এই খেলাটি শুরু হয়েছে জাপান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে মোমো র নামে যে নাম্বার গুলি ভাইরাল হচ্ছে তা ব্রাজিল এবং মেক্সিকোর  । 

এই নাম্বারে যদি কেউ কল বা মেসেজ করে তাহলে তাকে কিছু টাস্ক করতে দেওয়া হয় ঠিক Blue Whale গেমের মত । আপনি যদি সেই টাস্ক গুলো কমপ্লিট করতে না চান তাহলে সেই নাম্বার থেকে ভয়ানক ছবি এবং ভিডিও পাঠিয়ে ভয় দেখানো হয়, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমেই ব্ল্যাকমেইল করা হয় ,হুমকি দেওয়া হয় এই বলে যে আপনার সমস্ত তথ্য তার কাছে আছে , আপনাকে সে ফাঁসিয়ে দিতে পারে এবং সবশেষে বাধ্য করা হয় আত্মহত্যা করার জন্য। 

অবশ্য আজকের দিনে আমরা বা আমাদের থেকে যারা বড়রা আছেন বা যারা ম্যাচিওর হয়েছেন তারা এই ধরনের কোন ফাঁদে পড়বেন না কিন্তু এই গেমটির মূল টার্গেট হচ্ছে বাচ্চারা । এই গেমটি সবে সবে ভাইরাল হওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে আর্জেন্টিনার একটি বারো বছরের মেয়ের মৃত্যু হয়েছে। তাই আপনাদের বাচ্চা অথবা ভাইবোনরা যদি স্মার্টফোন ব্যাবহার করে থাকে তাহলে অবশ্যই তাদের দিকে একটু নজর রাখবেন যাতে তারা এই ধরনের কোন গেম বা চ্যালেঞ্জের মুখোমুখি না হয় এবং আপনার হোয়াটসঅ্যাপে যদি এই ধরনের কোন মেসেজ বা নাম্বার আসে তাহলে দয়া করে সেটি forward করবেন না যদি forward করতেই হয় যদি শেয়ার করতেই হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা বা ফ্যামিলি মেম্বার রা এই বিপদজনক গেমটি সম্বন্ধে জানতে পারে ।

No comments:

Post a Comment