Recent Posts

এই গেম গুলি খেললে হবে মৃত্যু - PVSM Media

Saturday, August 18, 2018

Top Paranormal Games in Bengali


Top Paranormal Games in Bengali

ক্রিকেট ফুটবল দাবা চেস কেরাম এই ধরনের কোনো না কোনো Games আপনারা সবাই হয়তো খেলেছেন । কিন্তু আজকে আপনাদের এমন কিছু অসাধারণ বা রহস্যময় গেমসের কথা জানাবো যার কথা হয়তো আপনারা এর আগে কখনও শোনেন নি। এই গেমস গুলো কে অভিশপ্ত গেমস মনে করা হয় কারণ গেমস গুলোর সাথে কোন অভিশাপ জড়িয়ে রয়েছে । এই কারণেই হয়তো এই Games গুলি যারা খেলেছে তারা অন্য গেম খেলার জন্য এই পৃথিবীতে আর বেঁচে নেই।

** আপনাদের বলে দেয়া ভালো যে এই গেমস গুলোর সাথে জড়িত ঘটনা বা গল্পের সত্যতা আমরা দাবি করি না, এই ঘটনা বা গল্পের ওপর বিশ্বাস করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত 

1. The Three Kings Paranormal Games in Bengali


Top Paranormal Games in Bengali

বলা হয় যে এই খেলার মাধ্যমে আমরা অন্য দুনিয়ার সাথে সম্পর্ক করতে পারব। অ্যাপনি যদি এই খেলা টি খেলতে চান তাহলে আপনার একটি অন্ধকার ঘরের প্রয়োজন হবে যেখানে আলোর এক বিন্দু ও থাকা চলবে না। এই খেলাটি খেলার জন্য কিছু মোমবাতি ,2 টি আয়েনা,3 টি চেয়ার এবং আপনার ছোটবেলার কিছু জিনিষ দরকার যার সাথে আপনার স্মৃতি জড়িয়ে রয়েছে । রাত 11 টা থেকে 12 তার মধ্যে অন্ধকার ঘরে 3 টি চেঁয়ার কে এমন ভাবে রাখতে হবে যাতে 2 টি চেয়ার একে অপরের মুখ করে এবং আর একটি চেয়ার ওই 2 টি র মাঝখানে থাকে । 2 পাশের চেয়াড় এর সামনে 1 টি করে আয়না এবং চলন্ত পাখা এবং একটি জ্বলন্ত মোমবাতি রাখতে হবে। এই সব করার পর দরজা খোলা রেখে আলো নিভিয়ে আপনাকে অন্য ঘরে চলে যেতে হবে। এর পর আপনাকে ঘুমিয়ে পড়তে হবে তরপর রাত 3:15 এ উঠে আপনাকে ওই ঘরের দিকে যেতে হবে। এবার যদি আপনি দেখেন ওই ঘরের দরজা বন্ধ এবং পাখা চলার কোনো আওয়াজ পাচ্ছেন না তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সাথে অন্য দুনিয়ার সম্পর্ক হর গেছে। এখন আপনার কাছে 2 টি অপশন আছে । নিজেকে সুরক্ষিত রাখতে হলে আপনি ওই ঘরে ঢুকবেন না । কিন্তু যারা ওই ঘরে ঢুকেছে তারা জানিয়েছেন ওই 2 টি চেয়াড় নিজের জাগায় থাকে ,মোমবাতি ও জ্বলন্ত অবস্থা এ থাকে কিন্তু পাখা বন্ধ হয়ে যায় । তরপর আপনি যখন ওই মাঝখানের ছেয়ার এ বসেন তখন পাশের 2 টি ছেঁয়ার এর সামনের আইনা এ একটি তে রনি এবং  একটি তে আপনার চাকর কে দেখা যায়। এই গেম টিকে সব থেকে ভয়নক প্যারানরমাল গেমস মনে করা হয় এবং অনেকেই এই গেম টি খেলার পর মানসিক ভারসাম্য হারিয়েছে ।

2. The Closet Paranormal Games in Bengali


Top Paranormal Games in Bengali

বলা হয় যে এই গেম টির উদ্দেশ্য কোনো আত্মা বা ভূতের সম্পর্ক করা নয় , এই গেম টির উদ্দেশ্য কোনো শয়তানি শক্তি র সাথে কথা বলা। এই খেলা টি খেলার জন্য আপনাকে একটি অন্ধকার ঘরে দেশলাই কাঠি নিয়ে যেতে হবে এবং বলতে হবে "আমাকে আলো দেখাও" । যদি আপনি কোনো ধরনের শব্দ শুনতে না পান তাহলে আপনাকে সাথে সাথে দেশলাই কাঠি টি জ্বালিয়ে নিতে হবে। এবং  এটিও হতে পারে যে কেউ আপনাকে পেছন থেকে টেনে নিয়ে অন্য কোথাও নিয়ে যেতে পারে ,যদি এই রকম সময় আপনি পেছনে ঘুরে তাকান তাহলে সেই শয়তানি শক্তি আপনার সাথেই সারা জীবন থেকে যাবে।

3. Elevator to another world Paranormal Games in Bengali


Top Paranormal Games in Bengali

এলিভেটর এর এই খেলা টি শুরু হয় কোরিয়া থেকে এবং এই খেলা টি খেলার সময় অনেকেই নিজের জীবন হারিয়েছে। এই খেলা টি যদি আপনি খেলতে চান তাহলে একটি 10 টি ফ্লোর এর বিল্ডিং এবং ওই বিল্ডিং এ একটি এলিভেটর এর প্রয়োজন পড়বে। মাঝ রাতে আপনাকে ওই এলিভেটর এ যেতে হবে এবং লিফট এ পর পর 4=2=6=1=0=5 এই নম্বর গুলি টিপতে হবে । লিফট টি আপনাকে সব শেষে 5 নম্বর ফ্লোর এ আনবে। বলা হয় যে 5 নম্বর ফ্লোর এ আসার পর ওই লিফট এ একটি মেয়ে প্রবেশ করবে। আপনাকে তার দিকে তাকানো যাবে না । এবং প্রথম ফ্লোর এর বাটন টি প্রেস করতে হবে। ভয়ের বিষয় হল যে লিফট টি প্রথম ফ্লোর এ যাওয়ার বদলে দশম ফ্লোর এ পৌঁছায় । এবং যারা এই গেম টি খেলেছে তারা বলেছে যে দশম ফ্লোর এ পৌঁছানোর পর তাদের মনে হয় যে তারা অন্য কোনো দুনিয়া এ চলে এসছে এবং সেখানে ভয়ানোক কিছু শব্দ শুনতে পাওয়া গেছে।

4. One Man Hide and Seek Paranormal Games in Bengali

এই খেলা টি শুরু হয় জাপান থেকে । জাপানে এই খেলা টি হিতরি কাকুরেবো নামে জানা হয়। লকাচুরি র এই খেলা টি শুনতে সাধারণ হলেও এই খেলা টি সাধারণ নই । খেলাটি নীয়ম সাধারণ লুকোচুরি  মত কিন্তু এখানে আপনাকে খেলা টি খেলতে হবে একটি অভিশপ্ত পুতুলের সাথে। পুতুল টিকে আপনাকে দড়ি এবং পেরেক দিয়ে এই ভাবে সাজাতে হয়। বলা হয় যে গেম টি শুরু হওয়ার ঘরের বিভিন্ন জাগায় ভয়ানক কিছু অনুভব করা যায় এবং অদ্ভুত শব্দ শোনা যায়। এটিও বলা হয় যে আপনি যদি খেলা টি তে যেতেন তাহলে আপনি কিছু পুরস্কার পাবেন কিন্তু যদি হারেন তাহলে পাবেন মৃত্যু। 

No comments:

Post a Comment