Top 5 Dangerous Roads in India in Bengali
মানুষের দৈনন্দিন জীবনের একটি অন্যতম যাতায়াতের মাধ্যম হল রাস্তা মানে সড়ক পথ । পৃথিবীর বেশিরভাগ জায়গা , গ্রাম থেকে শহর বাজার ,হাসপাতাল,স্কুল সমস্ত কিছুই এই রাস্তার মাধ্যমে যুক্ত । যখন রেলপথ আকাশপথ ছিলনা তখন সড়ক পথ ই ছিল যাতায়াতের প্রধান মাধ্যম । রাস্তা বা সড়ক পথকে সব থেকে সুরক্ষিত যাতায়াত ব্যবসাতায়াত ব্যবস্থা মনে করা হয় । কিন্তু বহু বছর ধরে মানুষের অবহেলার জন্য শহরাঞ্চলের রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলেছে। ভারতে প্রতি বছর গড়ে এক লক্ষ 37 হাজার মানুষ রোড এক্সিডেন্ট এ মারা যায়। এসব ছাড়াও পৃথিবীতে এমন কিছু রাস্তা বা সড়কপথ আছে যেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই নিমন্ত্রণ করা। আজকে আমরা জানব এই রকমই কিছু পৃথিবীর সব থেকে ভয়ানক রাস্তার কথা ।
১. Franch এর Passage De Gois
৪৩ কিলোমিটারের এই রাস্তাটি ফ্রান্সে atlantic coast এর mainland এবং i-land কে যুক্ত করেছে । এই ছবিগুলো দেখে আপনাদের হয়তো এই রাস্তাটি খুব সুন্দর মনে হচ্ছে। । রাস্তার দু'পাশে সমুদ্র, এই দৃশ্যটি আপনার হয়তো বেশ ভালোই লাগছে । কিন্তু আসলে এই রাস্তাটি এতটাই ভাল না । জোয়ারের সময় এই রাস্তাটি পুরোপুরি জলের তলায় চলে যায় । সেই সময় যদি এই রাস্তায় কোন গাড়ি বা কোন মানুষ থাকে তাহলে তার পক্ষে এটি সব থেকে বিপদের কারণ হতে পারে । শুধু জোয়ার কেন ভাটার সময়ে ও এই রাস্তা একেবারেই নিরাপদ নয়। জোয়ারের জল রাস্তা থেকে সরে যাওয়ার পরেও এই রাস্তাটি এতটাই স্লিপ হয় যে তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
২. ভারতের Zojila Pass
কাশ্মীর এবং লাদাখ কে যুক্ত কারী ভারতের এই রাস্তাটি ভয়ংকর রাস্তা লিস্টে আছে ।১১৫৭৫ft উচ্চতায় অবস্থিত ৯ কিলোমিটারের এই রাস্তাটি জোরাল হওয়া এবং বরফ বর্ষণের জন্য আরও ভয়ঙ্কর । বেশিরভাগ সময় রাস্তায় কাঁদার জন্য বড় গাড়ি উল্টে যায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
৩. জাপানের Eshima Ohashi ব্রিজ
এই রাস্তাটিকে সবথেকে ভয়ংকর রাস্তা মনে করা হয় । রাস্তাটির দৈর্ঘ্য মাত্র এক মাইল । কিন্তু এই এক মাইল রাস্তা কোন roller-coaster ride থেকে কম নয় । এই ব্রিজের একদিকে ঢাল হল ৬.১% এবং অপরদিকে ঢাল হলো 5.1% । এই ব্রীজ টি জাপানের Matsue এবং Sakaiminato কে যুক্ত করেছে। এই ব্রীজ টি এই রকম করার কারণ হলো যাতায়াত ব্যবস্থার কোনো রকম ত্রুটি না ঘটিয়ে Nakaumi লেক-এ fishing boat গুলি পার হতে পারে ।
৪. Greece এর Patiopoulo Perdikaki Road
গ্রিসে অবস্থিত প্রায় 23.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি প্রতি 500 মিটার অন্তর অন্তর বেঁকে যায় । এই রাস্তা টি পাহাড় কেটে তৈরি । ভয়ের ব্যাপার হলো এই যে এই রাস্তার ধারে কোনরকম barrier নেই। এবং রাস্তার বাঁকে কোনরকম সাইনবোর্ড দেওয়া নেই ।এরফলে কোনো গাড়ি চালক একটু ভুল করলে বড় দুর্ঘটনা ঘটে পরে । পাহাড়ের উচ্চতায়ে
৫. ভারতের Khardung La
ভয়ঙ্কর রাস্তার লিস্ট এ ভারতের এই রাস্তাটির স্থান শীর্ষে . ৩৯ কিলোমিটার দৈর্ঘের এই রাস্তাটি ১৮৫৮২ ফুট উচ্চতায়ে র ঢালে অবস্থিত . এত উচুতে অবস্থানের জন্যই সুধু মাত্র অভিজ্ঞ চালক দের ই গাড়ি চালাতে দেয়া হয় এই রাস্তা এ . কিন্তু তা সত্তেও মৃত্যু ঘটেছে এই রাস্তা এ . গিনিস বুকের বিপদ জনক রাস্তার লিস্টেও আপনি ভারতের এই রাস্তার নাম পাবেন .
No comments:
Post a Comment