Most Amazing Coincidences in Human History in Bengali
আমাদের রোজকার জীবনে যা ঘটে থাকে বা আমরা যদি কোনো রকম বিশেষ ঘটনার সম্মুখিন হই ,তাহলে আমরা সেটাকে নিয়তি বলে থাকি । এর বাইরে কোন এমন ঘটনা ঘটে থাকে যার সাথে অতীতের ঘটনার হুবহু মিল পাওয়া যায় তাহলে সেই ঘটনার ব্যাখ্যা আমরা দিতে পারি না এবং সেটিকে আমরা coincidence বলে থাকি। এবং আজকে আমরা এমন কিছু coincidence এর কথা জানব যা শুনে আপনার হয়ত বিশ্বাস নাও হতে পারে।
Falling Baby Coincidence in Bengali
1937 সালে মিশিগানের ডেট্রয়েট শহরে একটি বিল্ডিংয়ের ওপরতলায় একজন মহিলা তার বাচ্চার সাথে উপস্থিত ছিল । কোন কারনে বাচ্চাটি সেই ওপরতলা থেকে পড়ে যায় । এবং সৌভাগ্যবশত সেই সময়ে জোসেফ ফিগলক নামের একজন লোক নিচে উপস্থিত ছিল। এবং বাচ্চাটি তার ওপর পড়ে । এই কারণে বাচ্চাটির কম আঘাত লাগে এবং বাচ্চাটি বেঁচে যায়। এই ঘটনার এক বছর পর ওই শহরের আরেকটি বিল্ডিংয়ের ব্যালকনিতে একটি বাচ্চা খেলছিল । এবং খেলতে খেলতে বাচ্চাটি নিচে পড়ে যায় । কিন্তু আশ্চর্যের ব্যাপার হল ওই বিল্ডিং এর নিচে ও জোসেফ ফিগলক দাঁড়িয়ে ছিল । এবং ওই বাচ্চাটিও figlok এর ওপর পড়ে এবং ফিগলকের কারণেই বাচ্চা টি বেঁচে যায়। একই মানুষের সাথে একই রকম ঘটনা ঘটা সত্যিই একটি আশ্চর্যজনক coincidence ।
Hugh Williams Coincidence in Bengali
১664 সালে একটি জাহাজ menai strait সাগরে প্রচণ্ড ঢেউয়ের কারণে ডুবে যায় । এবং সেই জাহাজে উপস্থিত সব মানুষ মারা যায় ,শুধু একজন বাদে , যার নাম ছিল hugh williams । 1785 সালে আরেকটি জাহাজ দুর্ঘটনায় ৬০ জন যাত্রীর মধ্যে 59 জন যাত্রী মারা যায় । এবং যে একজন যাত্রী বেঁচে ছিল তার ও নাম ছিল Hugh Williams । ১৮২০ সালে আবার এক বার menai strait সাগরে একটি মালবাহী জাহাজ ডুবে যায় । এবং এই দুর্ঘটনাটি 25 জন যাত্রী মারা যায় এবং একজন যাত্রী বেঁচে যায় যার নাম ছিল Hugh Williams । ১৯২০ সালে জার্মান মাইন এর সাথে সংঘর্ষের ফলে একটি জাহাজের বিস্ফোরণ ঘটে । এবং এই দুর্ঘটনায় দুজন ব্যক্তি বেঁচে যায় এবং এই দুই ব্যক্তির নাম Hugh Williams । এই ঘটনাটি শুনে আপনাদের কি মনে হলো , এটি কি সত্যিই একটি coincidence , নাকি এই নামের পিছনে লুকিয়ে আছে কোন গোপন রহস্য ।
Twin Boys , Twin Lives Coincidence in Bengali
আপনারা নিশ্চয়ই জমজ বাচ্চা হারিয়ে যাওয়া এবং ফিরে পাওয়ার গল্প শুনেছেন । কিন্তু আমি আপনাদের ওহাইওতে অবস্থিত দুই যমজ ভাইয়ের coincidence এর এমন এক ঘটনা শোনাবো যা শুনে আপনি অবশ্যই আশ্চর্য হবেন । ওহাইও র একজন ১৫ বছরের মেয়ে জমজ বাচ্চার জন্ম দেয় । কিন্তু কম বয়স হওয়া এ মেয়েটি তার যমজ বাচ্চা দুটিকে ওহাইওর দুটি আলাদা পরিবারে দিয়ে দেন। এবং এখান থেকেই শুরু হয় দুই যমজ বাচ্চার দু'রকম জিবন । কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে তাদের পরিবার দু জন এরই নাম দেন জেমস । এই আশ্চর্য coincidence শুরু হয় এখান থেকেই । দুই ভাইয়ের ই স্কুলে তাদের পছন্দের বিষয় ছিল mathematics । বড় হওয়ার পর তাদের বিয়েও হয়ে linda নামের মেয়ের সাথে । এবং কিছুদিন পর দুই ভাইয়েরই ডিভোর্স হয়ে যায় এবং দুজনেই দ্বিতীয় বিয়ে করেন । এবং আশ্চর্যের বিষয় হল যে তাদের দুজনেরই দ্বিতীয় বউ এর নাম হল betty । 39 বছর পর তারা যখন একে অপরের সম্মুখীন হয় তখন তারা নিজেদের জীবনের কমন ঘটনাগুলি শেয়ার করে নিজেরাও খুব আশ্চর্য হযরে নিজেরাও খুব আশ্চর্য হয় । এমনকি তারা দু'জনে একই রকমেরই চাকরি করতো । এই দুই ভাইয়ের জীবনে এত গুলি common ঘটনা ঘটা কি একটি coincidence নাকি অন্য কিছু ।
No comments:
Post a Comment